
জুলাই৩৬ নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,
“বাংলাদেশে যে একটি সরকার চলছে, এটা কেউ দৃশ্যমানভাবে উপলব্ধি করে না। উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সেটাও সন্দেহ।”
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
“নির্বাচিত সরকার না থাকলে দায় এড়ানো সহজ”
গয়েশ্বর বলেন—
“নির্বাচিত সরকার না থাকায় দেশের নানা সংকটের দায় এড়িয়ে যাওয়া সহজ হয়ে গেছে। নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার ততবেশি প্রশ্নের মুখে পড়বে এবং সংকট আরও ঘনীভূত হবে।”
তিনি প্রশ্ন তোলেন:
“বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো? বিমানবাহিনীর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মাইলস্টোন কলেজ কেন কোচিং করালো, সেটাও প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিও যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত।”
দুর্ঘটনার দায়ে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর বলেন—
“বিএনপি ক্ষমতায় থাকলে এই দুর্ঘটনার পর সারাদেশ বিক্ষোভে ফেটে পড়ত।
কিন্তু এখন যেন কিছুই হয়নি—এমন একটা চিত্র রাষ্ট্রীয়ভাবে দেখানো হচ্ছে।”
গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে এ সময় বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
তারা নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়ে দোয়া ও সমবেদনা জানান।
আপনার মতামত জানান:
👉 “আপনি কি মনে করেন, সরকার এই দুর্ঘটনার দায় এড়াতে পারবে?”
মন্তব্য করুন নিচে 👇
্